রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সৌদিতে প্রাইভেটকার চাপায় এক বাংলাদেশি নিহত

সৌদিতে প্রাইভেটকার চাপায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মিস্টার আলী (৩৮)। তিনি উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রোববার (২৮ জুলাই) দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

নিহত মিস্টার আলী ছোট ভাই রাজ্জাক আলী জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়।

পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ সেই হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে সৌদি যান মিস্টার আলী। রোববার সকালে কাজ করার সময় পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এখন নিহত মিস্টার আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি তার পরিবারের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular