রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সৌদিআরব বিমান বন্দর থেকে বাংলাদেশি যুবক নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ভাদুর ইউপির কেথুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ শাহ আলম গত ৪ঠা ডিসেম্বর দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল বিমান বন্দরে থেকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পারিপবারিক সুত্রে জানা যায়, শাহ আলম দীর্ঘ ১০ বছর যাবত সৌদিআরবের দাম্মাম নেপকো কম্পানীতে কর্মরত ছিল। গত ১১ নভেম্বর দুই মাসের ছুটি নিয়ে দেশে বেড়াতে আসে কিন্ত হঠাৎ এক মাস পার না হতেই কাম্পানী ফোন করে জরুরী বৃত্তিতে সৌদি ফিরে কাজে যোগ দেওয়ার জন্য, তাই চাকরী রক্ষার জন্য দ্রুত টিকেট ঠিক করে ৪ ডিসেম্বর ২০১৬ ইং সন্ধ্যায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়।
যাহা সৌদি বিমান ফ্লাইট নম্বার SV 807 পাসফোট নম্বার BB 0779437
শাহ আলমের পিতা জয়নাল আবেদীন জানায়, ঢাকা হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরে খোঁজ নিয়ে দেখলাম আমার ছেলে ঐ দিন ১৮ টায় (সন্ধ্যায় ৬টায়) দাম্মামের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে।অথচ দাম্মাম বিমান বন্দরে আমার আত্মীয়স্বজনেরা ও কম্পানী বহু খোঁজাখোজি করে ঐ দেশে প্রবেসের কোন সন্ধান না পেয়ে সৌদিআরবের আদালতে একটি মামলা দায়ের করে। এখন বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আমার সন্তানকে খুঁজে বের করতে সহায়তা করুন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular