বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সোশ্যাল সাইটে এমি জ্যাকসনের ছবিতে উত্তাপ !

নিউজ ডেস্ক:

ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন ব়্যাম্পে। তারপর অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। ব়্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সবখানেই সাড়া ফেলেছেন তিনি। সম্প্রতি সেরকমই তাঁর সেক্সি ফটোশুট উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল সাইটে।

কয়েকদিন ধরেই সোশ্যাল সাইটে সাহসী ছবি পোস্ট করে নেটিজেনদের নিন্দার মুখে পড়তে হয়েছে দীপিকা পাড়ুকোন থেকে ফতিমা সানা শেখকে। ট্রোল হয়েছে তাঁদের ছবি। কিন্তু এমির ক্ষেত্রে ঘটেনি সেরকম কিছু ঘটনা। বরং তাঁর ছবি পছন্দ করেছেন তাঁর ফ্যানেরা। সম্প্রতি লন্ডনে ফটোশুট করেন এমি। আর সেই ফটোশুট থেকেই একটি টপলেস ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই ব্রিটিশ মডেল-অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন’র খবর সূত্রে জানা যায়, ২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ ছবিতে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাকে। সামনে অবশ্য রয়েছে তার কেরিয়ারের সবচেয়ে বড় রিলিজ। রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা যাবে তাকে। আর তারই প্রচারে আপাতত সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন এমি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular