নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নিরাপত্তায় সোমবার থেকে ২২ প্লাটুন বিজিবি মাঠে নামছে। রোববার গণমাধ্যমকে এ কথা জানান নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় ব্যস্ততা বেড়েছে। নির্ঘুম প্রচারণা ব্যস্ত সময় পার করছেন তারা। কাক ডাকা ভোর থেকে ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি নিজ দলের কেন্দ্রীয় নেতারাও থেমে নেই। তারা প্রতিদিন ঢাকা থেকে ছুটে আসছেন, চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। যা চলবে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
ভোটের তিন দিন আগে নিজের জয়ের বিষয়ে আশাবাদী প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী।
সেলিনা হায়াৎ আইভী বলেন, সুষ্ঠু ভোট হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বললেন, ধানের শীষের পক্ষে আবেগ-উচ্ছ্বাস তৈরি হয়েছে ভোটারদের মধ্যে।