বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড!

চুয়াডাঙ্গায় আলোচিত সোনা চোরাচালান মামলায় রায়
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলার রায়ে সেলিম মিয়া (২৪) নামের এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহলরত একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে। এ সময় তাঁর পায়ে থাকা স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি বড় ও ৮টি ছোট সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৬৪৮ গ্রাম। যার বাজার মূল্য ছিল ৬৩ লাখ ৫৭ হাজার ৬ শ টাকা।
এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর একমাত্র আসামি সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সেলিমকে দোষী সাব্যস্ত করে গতকাল সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular