নিউজ ডেস্ক:
এবার এক সেলফিপ্রেমী তরুণী সেলফি তুলতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গেলেন। জানা যায়, নর্দান ক্যালিফোর্নিয়া ব্রিজ থেকে ৬০ ফুট নিচে পড়ে যান তিনি।
প্লেসার কাউন্টি শেরিফের অফিসার জানান, তাকে দ্রুত শাটার রোজভাইল মেডিক্যার সেন্টারে আকাশপথে নেওয়া হয়েছে। আশা করা যায়, তিনি বেঁচে যাবেন। তিনি আরো জানান, গতকাল ওই তরুণী এ দুর্ঘটনায় পড়েন। তার নাম পরিচয় জানা যায়নি। ওই তরুণীর একদল বন্ধু ব্রিজের নিচ দিয়ে ক্যাটওয়াক করে আসছিলেন। এ অবস্থায় ব্রিজের উপর থেকে একটি সেলফি তুলতে যান তিনি। অবার্নের কাছে ব্রিজের একটি অংশ থেকে পড়ে যান তিনি। ব্রিজের নিচেই একটি রাস্তার ওপর পড়ে তার দেহ। সূত্র: ইন্টারনেট।