নিউজ ডেস্ক:
এবার বাণিজ্যিক ট্রাক আনার ঘোষণা দিল ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চলতি বছরের সেপ্টেম্বরে এই সেমি ট্রাক উন্মুক্ত করা হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলোন মাস্ক।
বৃহস্পতিবার মাস্ক এই খবরটি নিশ্চিত করার পরে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে ২.৭৪ শতাংশ এবং এতে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য দাঁড়িয়েছে ৩০৪.৯৮ মার্কিন ডলার। এদিকে, চলতি বছর টেসলার শেয়ার মূল্য ৪১ শতাংশ বেড়েছে যা প্রতিষ্ঠানের রেকর্ড সর্বোচ্চ মূল্য। আর আগের সপ্তাহে প্রতিষ্ঠানটি মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরকে পেছনে ফেলে গাড়ির বাজারে সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের খেতাব পেয়েছে।
উল্লেখ্য, গত বছর ইলেকট্রিক যানের পরিসর বাড়ানোর কথা জানিয়ে ইলোন মাস্ক বলেছিলেন, ‘টেসলা সেমি’ নামে বাণিজ্যিক ট্রাক, যাত্রী পরিবহনকারী বাস এবং একটি ছোট এসইউভি আনার পরিকল্পনা রয়েছে তাদের।
সূত্র: ম্যাশেবল