বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সেনা উপস্থিতি নিয়ে চীনকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি !

নিউজ ডেস্ক:

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপে চীনের সেনা উপস্থিতি যুক্তরাষ্ট্র বরদাস্ত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস।

শনিবার সিঙ্গাপুরে এক সভায় ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে চীন সহযোগীতা করছে তার মানে এই নয় যে, বেইজিং দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করলে ওয়াশিংটন তা প্রতিরোধ করবে না।

উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ  করে। এ ব্যপারে চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে সহযোগিতার অনুরোধ জানান।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে আমেরিকা নানা কৌশল অবলম্বন করছে। জাপানি নৌবাহিনীর সঙ্গে তিন দিনব্যাপী সামরিক মহড়া তারই একটি অংশ। ওই মহড়ার মাধ্যমে আমেরিকা উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। চীন সাগরে সেনা উপস্থিতির বিষয়ে হুশিয়ার করে প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস আরো বলেন, ‌‌আমরা সব কিছু যাচাই-বাছাই করছি।

সূত্র: ইউএসএ টুডে

Similar Articles

Advertismentspot_img

Most Popular