বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সেনাদের ওপর নজর রাখতে চীনের নতুন হাতিয়ার !

নিউজ ডেস্ক:

সেনাদের ওপর নজরদারি চালাতে এবার চীন বেছে নিল নতুন এক পন্থা। তৈরি করে ফেলল স্মার্টফোন সফটওয়্যার। এর মাধ্যমে কোনো প্রকার গোপন তথ্য সেনাদের থেকে বেরিয়ে যাওয়া বা ব্ল্যাক আউটের সময় মোবাইল ফোন ব্যবহার করলেই আধিকারিকদের কাছে চলে যাবে সেই খবর।

এ ব্যাপারে রোববার প্রকাশিত চীনের এক সংবাদপত্রে বলা হয়েছে, এই সফটওয়্যারের সাহায্যে কিছু ওয়েবসাইটে প্রবেশ এবং নির্দিষ্ট সময়ে ফোনে কথাবার্তার ওপর কড়াকড়ি করা যেতে পারে। যদিও সফটওয়্যারটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এই সফটওয়্যারটি পুরোপুরি ব্যবহার যোগ্য হয়ে উঠলে অনেক গোপন তথ্য প্রকাশকে আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্মার্টফোনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সেনারা অভিযোগ জানিয়ে আসছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular