মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার সেতুর ওপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। এখনো ওই যুবকের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে নিচে সড়কের ওপর পড়েন। এ সময় গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘সেতুর ওপর থেকে এক যুবক লাফ দিয়ে পড়ে মারা গেছে বলে শুনেছি।’
ঘটনাস্থলের কাছে মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’