নিউজ ডেস্ক:
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি থেকে আটক নব্য জেএমবি’র ৭ সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে ডিবি কার্যালয় থেকে জঙ্গীদের আদালতে হাজির করা হলে ময়মনসিংহ ১ নম্বর আমলি আদালতের বিল্লাল হোসেন প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, এই সাত সদস্যের প্রশিক্ষক নায়েমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাষাণটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। সে প্রতি সপ্তাহে এসে প্রশিক্ষ দিয়ে যেত। নায়েম ভাষাণটেক এলাকার একটি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সুপার আরও জানান, আটককৃত নব্য জেএমবি’র সদস্যদের একটি কম্পিউটার থেকে ৫শ’ ২৫ জিবির একটি ভলিউম পাওয়া গেছে। যেখানে ইসলামিক জিহাদী বই ও প্রশিক্ষণের বিভিন্ন স্লাইড আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। বিভিন্ন তথ্যের সূত্র ধরে আরও অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুযাঘাটের মারফত আলীর পুত্র শহিদুল ইসলাম (২৫), ইকবাল হোসেনের পুত্র আল আমিন (২৫), ধোবাউড়ার দিঘিরপাড়ের আইনুদ্দিনের পুত্র আশিকুর রহমান (১৯), নেত্রকোনা জারিয়ার হাবিবুর রহমানের পুত্র মাসুম আহমেদ (৩০), একই এলাকার বোরহান উদ্দিনের পুত্র শাহ আলম হোসেন শামীম (২৭), নেত্রকোনার টেংগাপাড়ার সবুজ মিয়ার পুত্র নাসির উদ্দিন (২৭) ও জারিয়ার শেখ লতিফের পুত্র নোমান মিয়া (২৬) নামের ৭ নব্য জেএমবি সদস্যকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।