সুড়ঙ্গে ৯৫ কেজি গাঁজা: আটক ১ !

0
18

নিউজ ডেস্ক:

অভিনব কায়দায় সুড়ঙ্গে লুকানো ৯৫ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক ব্যবসায়ী জামাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

এতে বলা হয়, রোববার দুপুরে গোপন সংবাদে টঙ্গী থানার হাজী মাজার মধ্য বস্তি এলাকায় মাসুদ ও হুমায়ূনের বসতঘরে অভিযান পরিচালনা করে জামালকে গ্রেপ্তার করা হয়। বাড়ির চারপাশে তল্লাশি করে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। সুড়ঙ্গের ভেতর থেকে ৫২টি বিভিন্ন ওজনের প্যাকেটে মোট ৯৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায়  মাদক আইনে মামলা হয়েছে।