বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ না করার অনুরোধ দীপিকার ম্যানেজারের

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বলিউডে মাদকের সঙ্গে জড়িত অনেকেরই নাম চলে আসছে। এবার সেই তালিকা থেকে বাদ যায়নি দীপিকা পাড়ুকোনের নামও।

এদিকে, দীপিকা পাডুকোন ও তার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে জিজ্ঞাবাদের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) তলব করেছে। দীপিকা পাডুকোনকে কখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত কারিশ্মাকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল।

এএনআই-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কারিশ্মা ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ না করার জন্য এনসিবির কাছে অনুরোধ করেছেন। মূলত তিনি অসুস্থ বলেই এই অনুরোধ।

হোয়াটসঅ্যাপ চ্যাটে ‘ডি’ ও ‘কে’ অর্থাৎ দীপিকা এবং করিশ্মা উল্লেখ থাকায়, এই মামলায় তারা দু’জন জড়িত আছে বলে সন্দেহ করেন এনসিবি। আর এ কারণেই তাদেরকে তদন্তের অধীনে আনা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular