নিউজ ডেস্ক:
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আইন, বিচার বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।গতকাল বুধবার অধিবেশনে এই কমিটিসহ আরও তিনটি কমিটি পুনর্গঠনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রস্তাব তোলেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে পাস।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়।গত ৫ ফেব্রুয়ারি মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।
এদিকে মতিন খসরুর সভাপতিত্বে থাকা অনুমিত হিসাব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নূর-ই-আলম চৌধুরীকে।এছাড়া বুধবার বাণিজ্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়।