অনেকেই ফেসবুকে পোস্ট করে জানাচ্ছেন মতামত। মতামত জানিয়েছেন তরুণ অভিনেতা খাইরুল বাশারও। মঙ্গলবার (৬ আগস্ট) দেশ গঠন নিয়ে একটি পোস্ট করেছেন।
খাইরুল লিখেছেন, ‘লাখো শহীদের রক্তে কেনা এই দেশ কারোর বাপের না, এই দেশ নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্ঠীরও না। এই দেশ সবার। লাখো শহীদের রক্তের বনিময়ে যে পতাকা, যে জাতীয় সংগীত পেয়েছি এবং মহান মুক্তিযুদ্ধে যে গান প্রেরণা জুগিয়েছে তা অস্বীকার করার দুঃসাহস করবা না। এই দুঃসাহস একদম দুঃস্বপ্ন করে দিবে এদেশের ছাত্রজনতা।
এসময় তিনি ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের কথাও বলেছেন। তিনি বলেন, ভুলে যাওয়া চলবে না ৩০ লক্ষ শহীদের রক্তের এই দেশ পেয়েছি আর হাজার শহীদের রক্তে স্বৈরাচার গেছে। ’
তিনি আরও যুক্ত করে বলেন, ‘এদেশে কোন ধর্ম ব্যবসায়ী কোন সুবিধাবাদী সন্ত্রাস ঠাঁই পাবে না। যে কোন সুবিধাবাদী বেইমানদের আমরা থাপড়াইয়া বিদায় করতে জানি। ’