সুপার মার্কেটের ফ্রিজে ১২ ফুটের রক পাইথন !

0
29

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাড়ির পাশের একটি দোকানে দই কিনতে গিয়েছিলেন এক নারী। দোকানের ডেয়ারি বিভাগে ফ্রিজে রাখা ছিল সেটি। ফ্রিজ খুলে হাত বাড়িয়ে সেটি নিতে গিয়ে তিনি বুঝতে পারেন দই নয়, অন্য কিছু হাতে ঠেকছে। ভাল করে দেখে চমকে ওঠেন সেই নারী। ফ্রিজের ঠাণ্ডায় নিশ্চিন্তে গুটলি পাকিয়ে শীতঘুমে আচ্ছন্ন এক বিশালাকায় রক পাইথন।

দেখেই আঁতকে উঠে চিৎকার শুরু করেন তিনি। ছুটে আসেন দোকানের ম্যানেজার। সঙ্গে সঙ্গে ফোন করে ডাকা হয় স্থানীয় সর্প বিশেষজ্ঞদের। তারাই গিয়ে উদ্ধার করেন ১২ ফুটের আফ্রিকান রক পাইথনটিকে। পরে সেটিকে ছেড়ে দেওয়া হয় জাতীয় উদ্যানে।

দোকানের ম্যানেজার মার্টি ইসনফ জানিয়েছেন, এটা নতুন কোনও ঘটনা নয়। কেপ টাউনে প্রচণ্ড সাপের উপদ্রব। প্রায়ই দোকানের ছাদ কিংবা ড্রেন দিয়ে ঢুকে পড়ে সাপ। এক্ষেত্রেও রক পাইথনটি সকলের অলক্ষ্যেই দোকানের ছাদ বেয়ে ফ্রিজের ভেতর ঢুকে পড়েছিল। একাধিকবার দোকানের মধ্যে সাপ দেখা গিয়েছে। সেগুলি উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে।