সুদানে চলমান সংঘাতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭০ জনে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানী খার্তুমে সেনাবাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়, যাদের মধ্যে চারটি শিশু ও দুইজন নারীও রয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও ২৭ জন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
খার্তুমের দক্ষিণ বেল্টে অবস্থিত জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র (ইআরআর) জানিয়েছে, বিমান হামলার পর ২০টি পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ হামলার সময় খার্তুমের দক্ষিণে অবস্থিত আলজাজিরা রাজ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। সেখানে স্থানীয় অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, গত রবিবার থেকে শুরু হওয়া সংঘাতে ৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। এর মধ্যে রাজ্যের রাজধানী ওয়াদ মাদানীতে একটি মসজিদে সেনাবাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়। অন্যদিকে, পূর্বাঞ্চলে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
চলমান যুদ্ধের কারণে দেশটির অনেক অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের ফলে আহতদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু। মেডিক্যাল দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, তাদের হাসপাতালে ভর্তি হওয়া আহতদের এক-তৃতীয়াংশই নারী ও ১০ বছরের কম বয়সী শিশু।
উভয় পক্ষকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ, এবং মানবিক সহায়তা অবরুদ্ধ বা লুট করার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।