সুইস আল্পসে তুষার ধসে ৩ জনের মৃত্যু !

0
18

নিউজ ডেস্ক:

সুইস আল্পসে গত তিন দিনে সুইজাল্যান্ড ও ফ্রান্সের তিন পর্বতারোহী মারা গেছে। সোমবার পুলিশ একথা জানিয়েছে।
হোফাথোর্ন পর্বতশৃঙ্গের কাছে ভালাইস অঞ্চলে সর্বশেষ এই ঘটনায় পাঁচ জনের একটি দল আক্রান্ত হয়। সোমবার স্থানীয় এক ব্যক্তি তুষারের ওপর দিয়ে দ্রুত যাওয়ার সময় ২ হাজার ৮৪৪ মিটার উঁচুতে এই ঘটনা ঘটে।
খবর এএফপি’র।
৩৯ বছর বয়সী এ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু পরে জরুরি সংস্থার লোকেরা তাকে মৃত ঘোষণা করে।

শনিবার ভালাইস অঞ্চলে অপর ঘটনায় তিন জনের একটি পর্বতারোহীর দল তুষারধসে আক্রান্ত হয়। সেন্ট লুক অঞ্চলে ২ হাজার ৭শ’ মিটার উঁচুতে এই ঘটনা ঘটে।
উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত দলটি দুই সদস্যকে খুঁজে পায়। তারা সামান্য আহত হয়। হেলিকপ্টারে করে তাদের সিওন ও ভিয়েজের দু’টি হাসপাতালে নেয়া হয়। কিন্তু এই ঘটনায় গুরুতর আহত ২৯ বছর বয়সী এক সুইস নারী রোববার মারা যায়।
তৃতীয় ঘটনায় ৩১ বছর বয়সী এক ফরাসি সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে গ্রিসনস অঞ্চলে তুষারধসে চাপা পড়ে মারা যান। তিনি একাই ২ হাজার ৩৭৬ মিটার উঁচু গ্লাটওয়াং পর্বতে উঠার চেষ্টাকালে এই ঘটনা ঘটে।
রোববার কয়েক ঘন্টা তল্লাশী চালানোর পর তার লাশ তিন মিটার বরফের নিচ থেকে উদ্ধার করা হয়।