সুইমিং পুলে সাঁতার কাটছে কুকুরের দল !

0
48

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের ব্রাইটনের এই স্থানটি যেন কুকুরদের রাজ্য! কেউ বা পানিতে সাঁতার কেটে বল মুখে করে নিয়ে আসছে। কেউ বা এমনিই মনের আনন্দে সাঁতার কাটছে।

সেখানে একটি সুইমিং পুলে গত শনিবার পালন করা হলো ডগ সুইম ডে। এদিন শুধু কুকুরেরাই সাঁতার কাটে। কয়েকজন কুকুরের মালিক অবশ্য সেখানে সঙ্গ দিতে পানিতে নামে। তবে নিরাপত্তার খাতিরে কোনো শিশুকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।

ব্রাইটন ওভাল পার্কের এ সুইমিং পুলটিতে কুকুরের সাঁতার দিবস উপলক্ষে জড় হয় নানা প্রজাতির কুকুর। তাদের মধ্যে ছিল বক্সার, ল্যাব্রাডর, পয়েন্টার ও জার্মা শেফার্ড। কুকুরেরা সেখানে পানিতে নেমে সাঁতার কেটে দিনটি উপভোগ করে।

সুইমিং পুল কর্তৃপক্ষ অবশ্য কঠোর নিয়ম করে দিয়েছে কুকুরগুলোর আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য। এর মধ্যে রয়েছে, প্রত্যেক কুকুরকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ে আসতে হবে।

তারা পানিতে একা নামতে পারবে কিন্তু ওপরে উঠলেই সঙ্গে তার মালিককে থাকতে হবে। কুকুরের জন্য খেলনা আনা যাবে। তবে তা অন্য কোনো কুকুর নিয়ে গেলে রাগ করা যাবে না। কুকুর মলমূত্র ত্যাগ করে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করলে তা পরিষ্কার করতে হবে।