নিউজ ডেস্ক:
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় অংশ নিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বেরিয়ে পড়েন সুইজারল্যান্ডে বরফের সৌন্দর্যের মাঝে। সুইজারল্যান্ডের এই সময়ের বরফের অপরূপ প্রকৃতি উপভোগের সুযোগ ছাড়লেন না বঙ্গবন্ধুর এই দুই কন্যা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে শেয়ার করেছেন চারটি ছবি। সেইসব ছবির মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনার হাতে বরফ। ছোটবোন শেখ রেহানার দিকে তার হাত এগিয়ে যাচ্ছে। ছোটবোনের গায়ে বরফ মাখিয়ে দেওয়ার ইচ্ছাতে। তবে ছবিতে কিন্তু শেখ হাসিনার নিজের ওভারকোটের এখানে ওখানে বরফ লেগে আছে। কালো ওভারকোটের ওপর সাদা শুভ্র বরফ। আর রেহানার লাল ওভারকোট একেবারে ফ্রেশ।
সেখানে এই দুই বোনের এই বরফ খেলার সাক্ষী হয়ে ছিলেন দুজন। একজন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আরেকজন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।