বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদী ও আ.লীগ নেতা রিয়াজ গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা দুজনেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

এআইজি সাগর আরও বলেন, গ্রেপ্তার দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular