সিলেটে হিযবুত জঙ্গি আটক !

0
26

নিউজ ডেস্ক:

সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন খাসদবীর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার বেলা ২টার দিকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে আশরাফুল করিম খান নামের ওই জঙ্গিকে আটক করা হয়।

এর পর আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক আশরাফুল খাসদবীর বন্ধন এফ/১৭ নম্বর বাসার ফজলুল করিম খানের ছেলে।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জে এম ইমরান বলেন, আশরাফুল করিম খান হিযুবত তাহরীরের সক্রিয় সদস্য। তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে।