বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিরিয়ায় গ্যাস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ !

নিউজ ডেস্ক:

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন ৪০০-র বেশি মানুষ। পুরো এলাকার বাতাসে রাসায়নিক বিষের উপস্থিতি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে এলাকার বাসিন্দাদের।

এই এলাকায় সরকার বিরোধী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে দেশটির সেনাবাহিনীই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জাতিসংঘ। যদিও এমন দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার ভোরে ইদলিব থেকে ৫০ কিলোমিটার দূরের শহর খান শেখায়ুনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরেই সবার শ্বাসকষ্ট শুরু হয়। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন, ইদলিবে সিরিন গ্যাসের বোমা নিক্ষেপ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular