নিউজ ডেস্ক:
সিরিয়ায় অংশীদারিত্বের ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান ও রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক। এরকম প্রেক্ষাপটে সিরিয়ায় দীর্ঘ ছয় বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথমবারের মতো রুহানির এই রাশিয়া সফর। সম্পর্কোন্নয়নসহ সিরিয়ায় দেশ দুটির পরবর্তী পদক্ষেপ নিয়ে মস্কোয় পুতিন ও রুহানির এই বৈঠকে দুই নেতা তাদের অঙ্গীকারের কথা জানান।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদের সঙ্গে সাক্ষাত্ করেন হাসান রুহানি। এ সময় ইরানি প্রেসিডেন্ট তার এ সফর রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের ‘নতুন সন্ধিক্ষণ’ হিসেবে চিহ্নিত হবে বলে আশা প্রকাশ করেন। বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাসে প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া ও ইরান।