সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে জীবন্ত শিশু উদ্ধার !

0
35

নিউজ ডেস্ক:

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরল ফুটফুটে ৩ বছরের এক শিশু। সিরিয়ায় হামলা পাল্টা হামলার পর ভেঙে পড়েছে বাড়িঘর। এসব হামলায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এতকিছুর পরেও মৃত্যুকে জয় করে ফেলল তিন বছরের এক শিশু।

জানা যায়, সিরিয়ার দামাস্কাস, আপেপ্পোয় লাগাতার হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। সম্প্রতি এমনই এক বিমান হামলায় বিধ্বস্ত হয় দামাস্কাসের তিসহারিন এলাকা। প্রায় ৩২ জনের মৃত্যু হয় এই বিমান হামলায়। এই হামলায় ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান  উদ্ধারকারীরা।

এরপর উৎসের সন্ধান করলেই তারা দেখতে পান ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে রয়েছে তিন বছরের ফুটফুটে একটি শিশু। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। আশ্চর্যের বিষয় সামান্য কিছু আঘাত ছাড়া তেমন বড় কিছু হয়নি শিশুটির। তবে তিন বছরের সেই শিশুর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।