বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ জুন) শনিবার বিকেলে পৌর এলাকার শেখ রাসেল শিশু পার্কে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিযনের সকল ইউপি সদস্য সদস্যাদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মেম্বার ও সাধারন সম্পাদক মো. হাশেম চৌধুরী মেম্বার।
কমিটিতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. আমির হোসেন,
ও শিয়ালকোল ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের মেম্বার এস, এম রুহুল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। এ আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদর উপজেলার পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিবেন বলে জানা গেছে।
আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষায়ক সম্পাদিকা উম্মে সাজিয়া সুলতানা, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা কামাল, মোঃ আব্দুস ছালাম শেখ, শাহজামাল, আবু তাহের ঝন্টু, আব্দুল আলীম, ইউপি সদস্য ও সদস্যা মোঃ আশাদুল ইসলাম, তারিকুল ইসলাম, মোঃ রকিবুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মুক্তা সেখ, আব্দুল মমিন, মোঃ মমিন বাবু, মোঃ রিপন মিয়া, মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, মোছাঃ শিরিন খাতুন, মোঃ রিমন হাসান, মোঃ শাহাদত হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আবু রায়হান, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ মোর্শেদা খাতুন, মোঃ ছানোয়ার হোসেন শান্ত, মোঃ আব্দুল লতিফ, মোছাঃ হালিমা খাতুন, মোঃ মঞ্জুর মোর্শেদ সজল, সুমী বেগম, মোছাঃ নুর মহেলা, মোঃ আলম তালুকদার, মোছাঃ শেফালী পারভীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।