বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সিরাজগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা : আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজিদ হোসেন (১৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক সাজিদ খোকশাবাড়ী ইউপি’র বানীয়াগাতী গ্রামের ডিস ব্যবসায়ী শাহ-আলমের ছেলে।
শিশুটির মা শাহিনুর বেগম জানান, শুক্রবার বিকেলে শিশুটি আইসক্রীম কেনার জন্য পাশের বাড়ির ডিস ব্যবসায়ী শাহ আলমের বাড়ীতে যায়। বাড়িতে কেউ না থাকায় শাহ আলমের ছেলে সাজিদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে সাজিদ পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে সদর হাসপাতালে হস্তান্তর করে। এ রির্পোট লেখা পর্যন্ত নির্যাতিত শিশুটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা শাহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারী সাজিদকে আটক করে রবিবার বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular