সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাড়ি ও লুঙ্গীর নকল সিল ও লেভেল বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে মাসুদ রানা খান (৪৮) নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে বেলকুচি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সেজুতি ধর এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মাসুদ রানা বেলকুচি উপজেলার ক্ষিদ্র মাটিয়া গ্রামের হাজী নুর হক খানের ছেলে।
সিরাজগঞ্জ সিআইডির উপ-পরিদর্শক ছায়েদুর রহমান বলেন, মাসুদ রানা খান দীর্ঘদিন ধরে ঢাকা বিলাস ও রাজধানী নামে শাড়ী ও লুঙ্গীর নকল লেবেল ও সিল বিক্রি করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে দুপুরে বেলকুচি উপজেলার চালা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ হাজার নকল লেবেল ও সিলসহ মাসুদ রানা খানকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।