সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অবিরাম বর্ষনের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ইতিমধ্যেই বাধ অভ্যন্তরের নীচু এলাকা বন্যা কবলিত হয়েছে। কোন কোন চরের নীচু এলাকার বাড়ি ঘরে পানি উঠেছে বলে জানা গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীতে পানি বিপদ সীমার ৩১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে । পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ২/১ দিনের মধ্যে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করবে। এদিকে যে কোন ধরনের পরিস্থিতি মোকালোর জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান ।