সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতেরা হলেন, পিক আপভ্যানের মালিক আব্দুস সাত্তার ও ড্রাইভার আক্তার হোসেন।
তাদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানায়। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দায় একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে পিকআপভ্যানের চালক আক্তার হোসেন ও মালিক আব্দুস সাত্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। বাস ও পিকআপভ্যন আটক করে থানায় আনা হয়েছে।