সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর তিনটি ট্রাক ও একটি পিকাপ ভ্যানের সংর্ঘষে দুই জন নিহত ও ২ জন আহত হয়েছে। অন্যদিকে জেলার রায়গঞ্জে বাস চাপায় আহত এক সাংস্কৃতিক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে যমুনা সেতু ১৩নং পিলারে এলাকায় ও দুপুরে রায়গঞ্জের ষোলমাইল এলাকায় এদুটি দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলো বগুড়া জেলার তিংগাসপুর গ্রামের রাজু সেখের ছেলে ট্রাক হেলপার মিরু, সাতরাস্তা এলাকার হাফিজুর রহমানের ছেলে শুকুর আলী (২৬) ও উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া রানীনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান। তিনি সাংস্কৃতিক কর্মী ছাড়াও স্থানীয় একটি অনলাইন পত্রিকার সাংবাদিক। আর আহতেরা হলেন বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার আকতার হোসেনের ছেলে আশিক (২২), চকসুত্রাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৭)
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, উত্তরবঙ্গ থেকে মুরগী বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩নং পিলারের কাছে পৌছলে পিছন থেকে দুইটি ট্রাক ও একটি পিক্যাপ ভ্যান মুরগী বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিরু নামে এক হেলপার নিহত হয়। এসময় আরো তিন ব্যবসায়ী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে শুকুর আলী নিহত হয়।
অন্যদিকে রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোজাম্মেল হোসেন জানান, শনিবার দুপুরে মোটর সাইকেল যোগে সাইদুর চান্দাইকোনা থেকে বাড়ী ফিরছিলেন। পথে ষোলমাইল এলাকায় পৌছলে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিভাগের মেডিকেল অফিসার ডা. হোমাইরা বেগম জানান, অবস্থা আশংকাজনক হওয়ায় সাইদুরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।