জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবিব এহসান, শ্রম বিষয়ক সম্পাদক জুয়েল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক কায়সার আহমেদ লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সস্পাদক সুমন রহমান (পীর সুমন), জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সস্পাদক সাইফুল ইসলামসহ পৌর , থানা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর উপস্থিতিতে জেলার প্রবীণতম রাজনীতিক, খেলোয়াড়, সংস্কৃতিসেবী, একাত্তরে সিরাজগঞ্জ মহকুমার সর্বদলীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন রতু অসুস্থ থাকায় তার সুস্থতা কামনায় বন্ধুবান্ধব, গুণগ্রাহী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খীসহ সিরাজগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ২২ মে রোববার, বাংলা ১৩৬২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন তিনি।
সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে বাংলাদেশ এ্যাম্বাসি, নেদারল্যান্ডস, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন আনোয়ার কবির। জনমুখী কল্যানধর্মী কাজের জন্য বহু পদক ও সম্মাননায় ভূষিত হন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করেছেন কবির বিন আনোয়ার।
তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সহস্রাব্দ সম্মেলন, ওআইসি সম্মেলন, কমনওয়েলথ্ সম্মেলনে অংশগ্রহণ এবং পবিত্র হজ্জ্ব পালনে সৌদি আরব গমন করেন। তিনি ১৭টি দেশে প্রধানমন্ত্রীর সরকারী সফরে সফরসঙ্গী হিসেবে ছিলেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত হয়েছেন।
পেশাগত কর্মক্ষেত্রের বাইরেও তিনি জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে। এর মধ্যে অন্যতম- চেয়ারম্যান, জাতীয় সম্পত্তি বিষয়ক কমিটি বাংলাদেশ স্কাউট; চেয়ারম্যান, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন, সাধারণ সম্পাদক, ফজলুল হক মুসলিম হল এলামনাই এসোসিয়েশন, ঢাবি, চেয়ারম্যান, ইসাবেলা ফাউন্ডেশন, পরিচালক, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মেম্বার, এসডাব্লিউআইডি, বাংলাদেশ সদস্য, অদম্য বাংলাদেশ প্রধান উপদেষ্টা, আঞ্জুমান মুফিদুল ইসলাম- সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, এছাড়াও তিনি পরিবেশ সংরক্ষণ কমিটি/সুন্দরবন সংরক্ষণ কমিটি/ নদী গবেষণা প্রোগ্রাম এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।
এ জন্মদিনকে কেন্দ্র করে তাঁর অসংখ্য অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।