বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিরাজগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।

রোববার বেলা ১১ টার দিকে সদর উপজেলার  কাওয়াখোলা ইউনিয়নের ১নংওয়ার্ডের লেবুর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সুবুর আলী ছেলে সোহাগ (১৪), আলী হোসেনের ছেলে হাছান (১৯) ও আব্দুল মজিদের ছেলে আকরাম হোসেন (১৪) কে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, সকালে কাওয়াখোলা ইউনিয়নের তিথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চলছিলো।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোট গ্রহন চলাকালে সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল মান্নান গ্রুপ ও আবু তালেব গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫ জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ টহল অব্যাহত রাখা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular