সিরাজগঞ্জের বেলকুচিতে অপহৃত কিশোরী পাবনা হতে উদ্ধার, অপহরনকারী গ্রেফতার

0
20

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের বেলকুচিতে রতœা সুত্রধর নামের এক অপহৃতা কিশোরীকে পাবনার আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় কাশিনাথপুর থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এ সময় পার্থ সুত্রধর নামের এক লম্পট অপহরণ কারীকে গ্রেফতার করে তারা। রতœা রাণী সুত্রধর (১৭) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ঘুঘাট বালাবাড়ী গ্রামের শ্যাম লাল সুত্রধরের মেয়ে। গ্রেফতার কৃত অপহরণকারী পার্থ সুত্রধর (২২) পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর গ্রামের দুলাল সুত্রধরের ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ৯ জুন বালাবাড়ী থেকে পার্থ সুত্রধর সহ কয়েকজন রত্মা রাণীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিলনা। বৃহস্পতিবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিত্বে পাবনার আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় কাশিমপুর গ্রাম থেকে রত্মা রাণীকে উদ্ধার ও অপহরণ কারী মূল হোতা পার্থকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রত্মার পিতা শ্যামল সুত্রধর বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। এদিকে পুলিশ আসামী পার্থকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও অপহৃতা রত্মা রাণীকে মেডিকেল ট্রেষ্টের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।