বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সিরাজগঞ্জের পুলিশের বাবুর্চি খুনের ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:  পুলিশের বাবুর্চি হত্যা মামলায় সিরাজগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম বাবু জেলার কামারখন্দ উপজেলার চর নুরনগর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদান করেন।
মামলার নথি সুত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৪৮) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। ২০১২ সালের ৫ ডিসেম্বর ছুটিতে বাড়ি এসে পরের দিন রেশন ও বেতন আনতে সকালে রাজশাহী যান। রাতে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই বাজার মনিরুলের ইসলাম বাবুর সাথে দেখা হবার পর নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর স্থানীয় ফুলজোড় নদী থেকে আব্দুস সাত্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে মনিরুল ইসলাম বাবুকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে ২০১৩ সালের ১৮ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular