সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

0
37

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ নজরুল ইসলাম-

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৯জন। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় এ দূঘর্টনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান নীলকন্ঠকে বলেন, দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি ট্রাভেলস নামক যাত্রীবাহি একটি বাস ও নাটোরগামী একটি ট্রাকের তাড়াশের খালকুলা নামক এলাকায় ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে বাসের ৩জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।