সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাঠাভ্যাসের গুরুত্ববিষয়ক আলোচনা ও পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার বড়কুড়ায় অবস্থিত ইছামতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রহমান, বিদ্যালয়ের শিক্ষক মো. মতিউর রহমান, মো. ছানোয়ার হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।