সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারি খেয়ে একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রেল ষ্টেশন এলাকার দুলাল সরকারের পরিবারে। পরে অসুস্থ অবস্থায় ঐ ৮ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুলাল সরকার জানান, তার ভাগিনা পাবনা জেলার নুর হোসেনের ছেলে সালাম সন্ধ্যয় ঘোল নিয়ে বাসায় আসে। পরে ইফতারিতে ভাগিনা সহ বাসার সবাই এই ঘোল পান করার পর অসুস্থ হয়ে পরে। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। অসুস্থরা হল, দুলাল সরকারের বউ আছাতন, মেঝো ভাই সাকাত সরকার ও তার তিন ছেলে আজাদ,উজ্জল ও রুবেল। ছোট ভাই করিম ও সোহেল, ও ভাগিনা সালাম। তবে দুলাল সরকার এ ঘোল পান না করায় অসুস্থ হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাগিনা সালাম জানান, মামার বাসায় আসার পথে শাহজাদপুর থেকে ভ্রাম্যমান দোকান থেকে ঘোল ক্রয় করেছিলাম। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অসুস্থ ৮ জনের চিকিৎসা চলছে। খাবারে সমস্যার জন্য মূলত এই সমস্যা দেখা দিয়েছে।