নিউজ ডেস্ক:
সরকারি কর্মকর্তাদের মোবাইলের সিম ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওই চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অ্যাপস, মোবাইল, বিপুলসংখ্যক সিম, ল্যাপটপ, কম্পিউটার ও টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের কাওরানবাজারের মিডিয়া সেন্টারে ব্রিফ করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।