নিউজ ডেস্ক:
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী ১ থেকে ৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম কনফারেন্স সফল করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
গতকাল বুধবার তার সাথে সফররত ভারত ও বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব মাল্টার হাইকমিশনার স্টিফেন বর্গ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা জানান।
এ সময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা সংসদীয় প্রক্রিয়া, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক, পর্যটন শিল্প বিকাশে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় রিপাবলিক অব মাল্টায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।