নিউজ ডেস্ক:
সিন্ধু নদের জলপ্রপাত উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে সেখান থেকে প্রতিদিন ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান।
আর এই নিয়ে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সই হবে বলে আশা করছে ইসলামাবাদ। চীন সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানেই এই দুই দেশের মধ্যে এই বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সঙ্গে আরও যেসব উন্নয়ন প্রকল্প ও পরিকাঠামো নির্মাণ করতে হচ্ছে তারই অংশ হিসেবে সিন্ধু নদে জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিচ্ছে পাকিস্তান। এবং তাতে বিপুল অর্থ বিনিয়োগ করবে বেইজিং।
পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে চীনা বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় সমীক্ষা চালিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে চীন সরকার যার ফলে বেশ কয়েকটি বিশাল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর