সিইসিকে খাঁচায় বন্দি তোতা পাখি না হবার পরামর্শ রিজভীর !

0
17

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “সিইসি সরকারের নির্মিত সানবাঁধানো পথেই হাঁটবেন। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, আপনি সরকারের সানবাঁধানো পথে না হাঁটবেন না। ওই পথ বড়ই পিচ্ছিল। আপনি আওয়ামী সরকারের অশুভ ইচ্ছা পূরণের খাঁচায় বন্দি তোতা পাখি হবেন না। ”

সোমবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নূরুল হুদাকে উদ্দেশ্য করে তিনি তাকে এ পরামর্শ দেন।

এ সময় রিজভী বলেন, “কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সিইসি’র দেওয়া বক্তব্য, সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। ওবায়দুল কাদের এবং সিইসি’র দেওয়া বক্তব্যতেই প্রমাণ হয়, সিইসি সরকারের সানবাঁধানো পথে হাটবেন। ”

রিজভী আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সাংবিধানিক ভাবে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চাকরি রক্ষার্থে বর্তমান সিইসি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নেবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।