মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় র্যালি,আলোচনা সভা ও দরিদ্র শ্রমিকদের মাঝে সহায়তা প্রদানের মাধ্যমে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে একটি র্যালি কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর বাস টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহাদত হোসেন সাধুর সভাপতিত্বে ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী ১০জন শ্রমিকের মাঝে রিক্সা-ভ্যান ও দরিদ্র শ্রমিক পরিবারে অর্থ সহায়তা করেন।