বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিংড়ায় দূর্বৃত্তদের ছেটানো বিষে ২০লক্ষ টাকার মাছ নিধন

ক্রাইম রিপোর্টারঃ নাটোরের সিংড়া উপজেলায় নাজমুল হুদা রিপন নামে এক মাছ চাষীর লিজ নেওয়া একটি পুকুরে বিষ ছিটিয়ে বিভিন্ন জাতের প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ফটিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের নৈশ প্রহরী লুৎফর রহমান জানান, রোববার (১২ নভেম্বর) ভোরে পুকুর পাড়ে তিনি কীটনাশকের একটি প্যাকেট দেখতে পান। এর কিছুক্ষণ পর থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠে। পরে তিনি পুকুরের মালিক নাজমুল হুদাকে ফোন করে বিষয়টি জানান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী নাজমুল হুদা রিপন জানান, চলতি মৌসুমের বৈশাখ মাস থেকে সাত বছরের জন্য পুকুরটি স্থানীয় হাবিল-কাবিল উদ্দিনের কাছ থেকে তিনি লিজ নেন। এরপর তিনি ওই পুকুরে পাবদা, টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেন। তার ক্ষতি করার জন্য রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular