মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
“আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান” এই শ্লোগানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সূর্যের হাসি ক্লিনিকের বাস্তবায়নে সোমবার(২০শে মার্চ) দিনব্যাপী উপজেলা কোর্টমাঠে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়।
সকালে মেলার শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস।
পরে উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সূর্যের হাসি ক্লিনিক সিংড়া শাখার ম্যানেজার জোবায়ের আলম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আগত স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।