বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিংড়ায় ডিজিটাল ইকোনোমিক্যাল হাব গড় তোলা হচ্ছে- প্রতিমন্ত্রী পলক

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিংড়ায় ২২৪ কোটি টাকা ব্যয়ে ডিজিটাল ইকোনোমিক্যাল হাব গড়ে তোলা হচ্ছে। সেখানে ২০ হাজার বেকারের কর্মসংস্থান হবে, গড়ে উঠবে একটি টেকনিক্যাল স্কুল, ইনকিউবিশন সেন্টার ও আইটি পার্ক।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, বর্তমান সরকারের আমলে সিংড়ায় ৪০ হাজার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। বিগত ৩৭ বছরে মাত্র ২৩ হাজার সংযোগ ছিলো, আমরা সাড়ে আট বছরে প্রায় দ্বিগুন করেছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশের প্রতি যে ত্যাগ, পরিশ্রম করেছেন ছাত্রলীগের কর্মীদেরও তা করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী না হওয়া পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরবে না। নির্বাচন ও আন্দোলন কর্মীদের মূল পরীক্ষা। এ পরীক্ষায় ছাত্রলীগকে জয়ী হতে হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular