বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সিংড়ায় জমির দখল নিয়ে শিক্ষক লাঞ্চিত, থানায় জিডি

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের সিংড়ায় জমির দখল নিয়ে লাঞ্চিত হয়েছেন প্রাক্তন শিক্ষক এসএম নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি। সে উত্তর দমদমা গ্রামের ছেলে।
জানা যায়, দীর্ঘ ৩ বছর যাবত নিজামউদ্দিনের মালিকানাধীন পুকুরে জোড়পূর্বক মাছ চাষ করে আসছে এরশাদ আলীর পুত্র হিরাদুল। সোমবার (২৫শে ডিসেম্বর) দুপুরে আমিন নিয়ে মাপজোক করতে যায় নিজাম । এসময় মাপজোক চলাকালিন সময়ে হিরাদুলের নেতৃত্বে বাবু,সাগর ঐ শিক্ষকের উপর চড়াও হয়। এসময় তারা উক্ত শিক্ষক নিজাম ও তার স্ত্রী ও ভাই আব্বাস উদ্দিনকে অকাট্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারা এলাকার মেয়র,মন্ত্রীর নামে ও অশ্লিল ভাষা প্রয়োগ করে বলে জানা গেছে।
প্রাক্তন শিক্ষক নিজামুদ্দিনের ছেলে ডা. শাহেদ ইমরান জানান, তার পিতা অসুস্থ এবং তারা পেশাগত কাজে বাইরে থাকায় হিরাদুল তাদের পৈত্তিক সম্পত্তি অবৈধভাবে দখল করে আসছে। তিনি আরো বলেন, ৪০ শতাংশ জমি নিয়ে কয়েকদফা সালিশ হয়। কিন্তু তারা কোন শালিশ না মেনে বিশৃংখলা সৃষ্টি করছে।
সিংড়া থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, আমরা শান্তি শৃংখলার স্বার্থে অবস্থান করা কালে তারা চড়াও হয়।
এ ব্যাপারে ঐ শিক্ষক সিংড়া থানায় অভিযোগ দিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular