নিউজ ডেস্ক: বাঘ-সিংহের প্রিয় খাবার হরিণ। কিন্তু সেই হিংস্র প্রাণীর কাছে কাছেই বেড়ে উঠছে একটি হরিণ শাবক। এমন বিরল ঘটনার ছবি ধরা পড়েছে নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে।
ছবিতে দেখা যাচ্ছে, সিংহী পরম যত্ন আর আদরে সামলাচ্ছে একটি হরিণ শাবককে।
১৯ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলো পোস্ট করেছেন নিউইয়র্কের ফটোগ্রাফার গর্ডন ডোনোভ্যান। এরপরই ছবিগুলো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
ডেইলি মেলের খবর, ছবিগুলো ক্যামেরাবন্দি করার জন্য দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে গর্ডনকে।
গর্ডনের ভাষ্য, সিংহীটি যখন হরিণ শাবকটিকে নিজের থাবার মধ্যে আগলে চাটছিল, তখন তারও মনে হয়েছিল এটা হয়তো ‘ভোজের প্রস্তুতি’। কিন্তু এমন কিছুই ঘটেনি। বরং, অন্যান্য সিংহীদের আক্রমণ থেকে সমানে হরিণ শাবকটিকে আগলে রাখে সিংহীটি। এ বিষয়টি নিয়ে পরে গর্ডন ইতোশা ন্যাশনাল পার্কের এক গাইডের সঙ্গে কথা বলেন। ওই গাইড তাকে জানায়, সম্প্রতি অন্য দলের একটি সিংহ এই সিংহীটির শাবককে মেরে ফেলে। এর পরই এই বিরল দৃশ্য ধরা পড়ল ইতোশা ন্যাশনাল পার্কে।