বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সাড়া ফেলেছে ‘বস টু’র ট্রেইলার (ভিডিও) !

নিউজ ডেস্ক:

মুক্তি পেয়েছে বছরের আলোচিত ছবি ‘বস টু’র ট্রেইলার। নুসরাত ফারিয়া-জিৎ-শুভশ্রী অভিনীত ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের বাবা যাদব।

২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি তামিল ছবির রিমেক ‘বস: বর্ন টু রুল’। ছবিটির রিমেক হিসেবে ‘বস টু’ নির্মাণ করা হচ্ছে। ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

শুক্রবার মুক্তির পর ছবিটির ট্রেইলার এ পর্যন্ত এক লাখের বেশি বার দেখা হয়েছে। দর্শকদের মাঝেও বেশ সাড়া ফেলে দিয়েছে এটি। অ্যাকশন দৃশ্যে জিতের স্টাইলের প্রশংসা করেছে অনেকে। ট্রেইলারে নুসরাত ফারিয়াকে খুবই কম দেখানো হলেও তার লুকও প্রশংসিত হয়েছে। অনেকে আবার এটিকে বলিউডের ছবিগুলোর ট্রেইলারের সমমানসম্পন্ন বলেও দাবি করেছেন।

ট্রেইলারের শুরুতে ‘স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিৎ’ বেশ সাড়া ফেলে দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, এ বছরের সেরা ছবি হতে যাচ্ছে ‘বস টু’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular