বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘সালমানের সঙ্গে প্রতিযোগিতায় পারব না’

নিউজ ডেস্ক:

বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান। গত ২৫ বছর ধরে বলিউডে কাজ করছেন তারা। এর মাঝে তাদের সম্পর্কের অনেক উত্থান-পতন দেখেছেন তাদের ভক্তরা।
বর্তমানে বেশ সুসম্পর্ক চলছে সালমান-শাহরুখের। রইস সিনেমার প্রচারণার জন্য সালমানের বিগ বস রিয়েলিটি শোতে যাচ্ছেন শাহরুখ। এছাড়া সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।

এদিকে বক্স অফিসে কে বেশি সফল শাহরুখ না সালমান, তা নিয়ে তাদের ভক্তদের বিতর্কের শেষ নেই। তবে বক্স অফিসে কিন্তু সালমানকেই এগিয়ে রাখছেন শাহরুখ।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমি সালমানের সঙ্গে বক্স অফিস প্রতিযোগিতায় পারব না, আমাদের কেউই পারবে না। এটাই বাস্তব।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া ভালো পারিশ্রমিক পাচ্ছেন, এমনকি তা কিছু নায়কের চেয়েও বেশি। অবশ্য এটি তাদের প্রাপ্য। আমি জানি না তারা সালমান অথবা আমার থেকে বেশি নেয় কিনা, তবে তারা নিজ নিজ গুণে প্রসিদ্ধ।’

অনেক দিন ধরেই বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষ্যমের কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে দিলওয়ালে অভিনেতা বলেন, ‘কাজের অন্য ক্ষেত্রগুলোতে, যেমন ধরুণ, একজন বিমান চালক তিনি পুরুষ অথবা নারী যেই হন না কেন সমান পারিশ্রমিক পান। কিন্তু চলচ্চিত্র জগতে পারিশ্রমিকের বিষয়ে সিনেমার বাজারের ফলাফল অনেক চাপ সৃষ্টি করে। যখনই আমরা সমান পারিশ্রমিকের কথা বলি তখন নারী অভিনয়শিল্পীদের নিজেদের সিনেমা হিট করার বিষয়ে চাপ সৃষ্টি করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular